Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কীভাবে সতীর্থদের উদ্বুদ্ধ করছেন রোহিত?

রোহিতের নজরে শুধুই বিশ্বকাপ।

ICC ODI World Cup 2023: Important to understand everyone's need to be successful as a team, say Rohit Sharma ahead against England match। Sangbad Pratidin

অধিনায়ক হিসাবে অনন্য নজির গড়তে পারবেন রোহিত শর্মা? ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 26, 2023 1:55 pm
  • Updated:October 26, 2023 1:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঁচে পাঁচ’ করে চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) লিগ টেবলের শীর্ষে টিম ইন্ডিয়া (Team India)। হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) লিগামেন্ট ছিঁড়ে যাওয়া নিয়ে দলের মধ্যে চিন্তার বাতাবরণ তৈরি হলেও, বাকিরা ফর্মে রয়েছেন। এমনকি রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররাও মুখিয়ে আছেন পারফর্ম করার জন্য। এমন প্রেক্ষাপটে ২৯ অক্টোবর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে লখনউয়ের একানা স্টেডিয়ামে নামছে ভারতীয় দল। এর আগে সতীর্থদের উদ্বুদ্ধ করার জন্য বড় মন্তব্য করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়কের দাবি তাঁর দলের সবাই সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে আছেন।

বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেছেন, “ভারতীয় দলে একাধিক তারকা রয়েছে। সবাইকে নিয়ে মানিয়ে চলতে গেলে সবার আগে প্রত্যেকের মানসিকতা বোঝা প্রয়োজন। সবার মধ্যে কিছু ‘ভালো-মন্দ’ ব্যাপার আছে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। একজন অধিনায়কের সেগুলো মাথায় রেখে চলা উচিত। এবং সেগুলো মেনে নিয়েই দলকে নিয়ে এগিয়ে যাচ্ছি।”

Advertisement

ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারতীয় দল। রানার্স হয়েই সন্তুষ্ট ছিল। এবার বিরাট কোহলি (Virat Kohli)-শুভমান গিলদের (Shubman Gill)হাতে ট্রফি উঠবে কিনা সেটা বলার সময় এখনও আসেনি। তবে রোহিত কিন্তু জানিয়ে দিলেন যে, শেষ পর্যন্ত ফলাফল যাই হোক দলের সব সতীর্থকে মানসিকভাবে চাঙ্গা রাখা খুবই দরকার।

Advertisement

[আরও পড়ুন: লিগামেন্টে চোট হার্দিকের, অলরাউন্ডারের বিশ্বকাপ অভিযান কি শেষ?]

হিটম্যান ফের যোগ করেছেন, “বিশ্বকাপ জিততে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। যে সুযোগ পাবে তাকেই পারফর্ম করতে হবে। আর সেইজন্য সবাইকে মানসিকভাবে চাঙ্গা থাকা উচিত। তবে সেরা পারফরম্যান্স বেরিয়ে আসবে।”

১৯৮৩ সালে কপিল দেব (Kapil Dev)। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। এবার কি রোহিত প্রাক্তন দুই অধিনায়কের তালিকায় নাম লেখাতে পারবেন? কাপ যুদ্ধের বাকি ম্যাচগুলোতে ভারতীয় দলকে কি আগুনে মেজাজে দেখা যাবে? সেটা দেখার অপেক্ষায় রয়েছে আসমুদ্র হিমাচল।

[আরও পড়ুন: ‘ব্যাট করার ইচ্ছাই ছিল না’, বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নজির গড়ে দাবি ম্যাক্সওয়েলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ