বিরাটকে বড় সার্টিফিকেট দিলেন রোহিত। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঁচে পাঁচ’ করে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) লিগ টেবলের শীর্ষে টিম ইন্ডিয়া (Team India)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে কামব্যাক করেই ৫৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। অন্যদিকে রান তাড়া করতে নেমে নিজের নামের প্রতি ফের একবার সুবিচার করলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ১০৪ বলে ৯৫ রানে ইনিংসের সৌজন্যে কিউইদের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। আর এরপরেই দলের দুই পারফর্মার শামি ও বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা (Rohit Sharma)।
এবারের কাপ যুদ্ধে ফর্মের তুঙ্গে রয়েছেন বিরাট। এখনও পর্যন্ত ৫টি ম্যাচে ৩৫৪ রান করে শীর্ষে রয়েছেন ‘চেজ মাস্টার’। সর্বাধিক বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রান। গড় ১১৮। স্ট্রাইক রেট ৯০.৫৩। সঙ্গে রয়েছে ১টি শতরান ও ৩টি অর্ধ শতরান। একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান পূর্ণ করার সঙ্গে ছুঁয়ে শচীন তেন্ডুলকরকে ফেলেছেন। ম্যাচের শেষে এহেন বিরাটের ম্যাচ উইনিং ইনিংস সম্পর্কে রোহিত বলেন, “বিরাট সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ও বহু বছর ধরে এমন চমকপ্রদ ইনিংস খেলে আসছে। নিজের ওপর আস্থা রাখে। শেষ দিকে কয়েকটা উইকেট হারিয়ে একটু চাপে ছিলাম। কিন্তু বিরাট ও জাদেজা দলের জয় নিশ্চিত করে দিল।”
আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে ভারত। চলতি কাপ যুদ্ধে একেবারেই ছন্দে নেই গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন প্রেক্ষাপটে কি ‘মেন ইন ব্লু’ ব্রিগেড ‘ছয়ে ছয়’ করতে পারবে? সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.