Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: কালো ব্যান্ড পরে ডাচদের বিরুদ্ধে খেলছে অস্ট্রেলিয়া, কিন্তু কেন?

ডাচদের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান করে অস্ট্রেলিয়া।

ICC World Cup 2023: Australian players are wearing black armband against Netherlands । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 25, 2023 6:37 pm
  • Updated:October 25, 2023 6:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাওয়াদ আহমেদের (Fawad Ahmed) পাশে গোটা অস্ট্রেলিয়া দল। কালো আর্মব্যান্ড পরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছেন স্মিথরা।  অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফাওয়াদ আহমেদের চার মাসের শিশুপুত্র মারা গিয়েছে। হৃদয় বিদারক এই খবরটি ফাওয়াদ নিজেই পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। শোকাহত ফাওয়াদের পরিবারের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া দল (Australia)।
জন্মের পর থেকেই ফাওয়াদের শিশুপুত্র ভুগছিল। সোমবার সেই লড়াইয়ে হার মানে চার মাসের একরত্তি। ফাওয়াদ লিখেছেন, ”যতক্ষণ না আবার আমাদের দেখা হচ্ছে, দুর্ভাগ্যক্রমে দীর্ঘ রোগভোগের পরে আমার ছোট্ট ছেলে কঠিন ও যন্ত্রণার এক লড়াইয়ের কাছে হার মানল। আমার বিশ্বাস, তুমি ভালো স্থানে আছো। আমরা তোমার অভাব অনুভব করছি। এরকম যন্ত্রণার মধ্যে দিয়ে কেউ কখনও যায়নি বলেই মনে হয়। আমাদের জন্য প্রার্থনা করো।”   

[আরও পড়ুন: ‘আবার আমাদের দেখা হবে’, চার মাসের ছেলেকে হারিয়ে শোকে পাথর অজি ক্রিকেটার]

 

অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফাওয়াদ। দুই ফরম্যাটেই তিনটি করে উইকেট নিয়েছেন। ২০১৩ সালে শেষ বার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ফাওয়াদ। সেবার অজিদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। 

Advertisement

এদিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল সেঞ্চুরি হাঁকান। ম্যাড ম্যাক্স ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডও গড়েন। 

Advertisement

[আরও পড়ুন: ইংল্যান্ড ম্যাচের আগে সপ্তাহ খানেক ছুটি, সাপোর্ট স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়, দেখুন ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ