Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ইংল্যান্ড ম্যাচের আগে সুখবর, ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়লেন হার্দিক

কবে মাঠে ফিরবেন তারকা অল-রাউন্ডার?

ICC World Cup 2023: Hardik Pandya starts practice in NCA | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 29, 2023 12:00 pm
  • Updated:October 29, 2023 12:00 pm

আলাপন সাহা: লখনউয়ে ইংল‌্যান্ড-যুদ্ধের আগেই ভারতীয় ক্রিকেট-প্রেমীদের জন‌্য একটা সুখবর চলে এল। নেটে পুরোদমে ব‌্যাটিং শুরু করে দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। বাংলাদেশ ম‌্যাচে চোট পাওয়ার পরই হার্দিককে নিয়ে অনিশ্চয়তার একটা মেঘ তৈরি হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পরের দিনই জানিয়ে দেওয়া হয় যে হার্দিক নিউজিল‌্যান্ড ম‌্যাচে খেলতে পারবেন না। এখন ইংল‌্যান্ড ম‌্যাচে খেলতে পারছেন না। শ্রীলঙ্কা ম‌্যাচেও নেই। তবে এনসিএ-তে (NCA) শনিবার যেভাবে ব‌্যাটিং করলেন, তাতে আগামী দিন-সাতেকের মধ্যেই হার্দিক পুরো ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার হার্দিক মিনিট দশেকের জন‌্য ব‌্যাট হাতে নেমে পড়েছিলেন। তবে সেটা পুরোদস্তুর ব‌্যাটিং নয়। প‌্যাড ছাড়া শুধু হালকা নকিং করেছিলেন। কিন্তু শনিবার পুরোদমে ব‌্যাটিং করেন ভারতীয় ক্রিকেটের এই তারকা অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেট মহলে খোঁজখবর নিয়ে জানা গেল, এদিন আধঘণ্টার বেশি সময় ধরে ব‌্যাটিং-পর্ব চলে হার্দিকের। নেটে পেসারদের বিরুদ্ধে ব‌্যাট করেছেন। তেমনই বেশ কয়েকজন স্পিনারও ছিল। হার্দিকের ব‌্যাটিং দেখে তাঁর খুব একটা অস্বস্তি হচ্ছে বলে মনে হয়নি বলেই খবর। বরং আশা করা হচ্ছে, আর এক সপ্তাহে পুরো ফিট হয়ে কলকাতায় দক্ষিণ আফ্রিকা ম‌্যাচের আগে তিনি টিমের সঙ্গে যোগ দিতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: দুঃস্বপ্নের একানা স্টেডিয়ামে ফিরে আসার লড়াইয়ে নামছেন লোকেশ রাহুল, দেখুন ভাইরাল ভিডিও]

তবে ইডেনে যে হার্দিককে খেলানো হবেই, সেটা পুরোপুরি নিশ্চিত নয়। কারণ ভারতীয় টিম ম‌্যানেজমেন্ট হার্দিককে নিয়ে সামান‌্যতম ঝুঁকিটুকুও নিতে চায় না। আসলে প্রথম পাঁচটা ম‌্যাচ জেতার পর ভারতের সেমিফাইনালের রাস্তাটা মোটামুটি নিশ্চিত দেখাচ্ছে। বাকি চারটে ম‌্যাচের মধ্যে দুটো জিতলেই নকআউটের বার্থ একেবার কনফার্ম হয়ে যাবে। তাই অনেকেই মনে করছেন, হার্দিককে নিয়ে অযথা ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্সের জেরে পাক ক্রিকেটে গৃহযুদ্ধ! ফের ঠোকাঠুকি শাহিন-বাবরের]

আসলে হার্দিকের থাকা আর না থাকার মধ‌্যে যে অনেকটা পার্থক‌্য, সেটা সবার জানা। হার্দিকের খেলা মানেই টিমের ব‌্যালান্সটা অন‌্যরকম হয়ে যায়। শোনা গেল, সেরকম হলে বেঙ্গালুরুতে গ্রুপের শেষ ম‌্যাচে নেদারল‌্যান্ডসের বিরুদ্ধে ফেরানো হবে তাঁকে। ইডেনে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকা ম‌্যাচের পর দিন সাতেকের সময় থাকবে। হার্দিক ফিট হওয়ার জন্য আরও একটু সময় পেয়ে যাবেন। তাই আপাতত খবর, বিশ্বকাপ সেমিফাইনালের কথা ভেবেই প্রস্তুত করা হচ্ছে ভারতীয় অলরাউন্ডারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ