Advertisement
Advertisement

Breaking News

কাতালুনিয়ায় ঝামেলার জের, মেসিদের খেলতে হল খালি স্টেডিয়ামে

ফাঁকা মাঠে খেলেই মেসিদের প্রতিবাদ।

FC Barcelona plays in empty stadium supporting Catalonia referendum
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2017 10:01 am
  • Updated:October 2, 2017 10:03 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝামেলার আশঙ্কা ছিলই। কিন্তু এতটা হবে, বোধহয় আন্দাজ পাওয়া যায়নি। স্পেন থেকে কাতালুনিয়ার আলাদা হওয়া নিয়ে ভোটাভুটি। যেটা স্পেন সরকারের মতে বেআইনি। রবিবার সেটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঝামেলা। অভিযোগ ভোট দিতে যাঁরা যান, তাঁদের দিকেই পুলিশ ছোড়ে রবার বুলেট। ভাঙচুরের ঘটনাও ঘটল। এদিকে বার্সেলোনা এবং লা পামাসের ম্যাচটা ছিল সেই রবিবারই। গন্ডগোলের জেরে ম্যাচটা বাতিল করার পক্ষেই ছিল বার্সেলোনা কর্তৃপক্ষ। কিন্তু, লা লিগার কর্তারা রাজি হননি। কারণ, সেটা হলে কাতালুনিয়ার সমর্থকদের পক্ষে কথা বলা হবে। বলা হল, খেলাটা বার্সার মাঠেই হবে। তবে খালি স্টেডিয়ামে। থাকবে শুধু বিরাট সংখ্যায় পুলিশ। দর্শকশূন্য অবস্থাতেই হল খেলা। খালি স্টেডিয়ামে মেসির জোড়া গোল এবং সুয়ারেজের গোলে ৩-০ ব্যবধানে জিতল বার্সেলোনা।

তবে এখানেই শেষ নয়। এই ঘটনা নিয়ে রবিবার সকাল থেকেই বার্সার পিকে-র সঙ্গে রিয়ালের র‌্যামোসের টুইট-যুদ্ধ শুরু হয়। পিকে যে কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে ভোট দেবেন, সেটা আগেই বলেছিলেন। রবিবার সকালেও লিখলেন, “…ঠান্ডা মাথায় ভোট দেব।” যা নিয়ে র‌্যামোস তাঁকে আক্রমণ করলেন। বাইরে গন্ডগোল। কিন্তু, পিকে ভোট দিলেন। এবং সেই ছবি পোস্টও করলেন। সঙ্গে মন্তব্য, “…ছবিটা নিজেই বলে দিচ্ছে, লোকে কী চায়?” কাতালুনিয়া আলাদা হলে লা লিগায় জায়গা হবে না বার্সার, এটা স্পেন সরকার আগেই বলে দিয়েছিল।  কিন্তু, বার্সেলোনা-সহ কাতালুনিয়া প্রদেশের বাকি দলগুলোর সামনে যে সঙ্কট, সেটা স্পষ্ট।

Advertisement

 

Advertisement

বার্সার রবিবারের প্রতিদ্বন্দ্বী দল লা পামাস এখানকার ক্যানারি আইল্যান্ডের। অর্থাৎ, এই কাতালুনিয়ার ভোটাভুটিতে তারাও আছে। কিন্তু, রবিবারের ম্যাচের জন্য আলাদা করে ক্লাবটি তাদের জার্সিতে স্পেনের পতাকার ছবি লাগাল। সঙ্গে ক্লাবের বক্তব্য, “আমরা অবিভক্ত স্পেনের পক্ষে।” কিন্তু, এতে ওই লা পামাসের সমর্থকরাই ভয়ঙ্কর চটেছেন। টুইটারে লা পামাস কর্তৃপক্ষকে ‘ফ্যাসিস্ত’-ও বলা হল। চাপের মুখে ক্লাবটির তরফে বলা হল, স্রেফ টিভিতে নিজেদের প্রচারের জন্যই নাকি এটা করা হয়েছে। শেষ যা খবর, সেটা হল বার্সা ম্যাচ বাতিলের পক্ষে রায় দিলেও মেসিরা ম্যাচটা খেলতেই চেয়েছিলেন। খালি স্টেডিয়াম হলেও তাঁদের আপত্তি নেই। তবে খালি হলেও স্টেডিয়ামের স্কোরবোর্ডে সারাক্ষণ ‘ডেমোক্রাসিয়া’ অর্থাৎ গণতন্ত্র কথাটা লেখা থাকল। আর খেলা কেমন হল? বলা যেতে নিতান্তই একতরফা আক্রমণ বার্সেলোনার। বার্সেলোনা জয়ী ৩-০ গোলে। একটা গোল বুসকেটসের এবং দু’টো মেসির। কিন্তু, ফাঁকা স্টেডিয়ামে আনন্দ করার মতো যে কেউ ছিল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ