Advertisement
Advertisement

Breaking News

Yuvraj Singh Rohit Sharma

‘ধোনির দল কিন্তু ভাল ছিল’, চাপে থাকা রোহিতের পাশে যুবি

ক্যাপ্টেন রোহিত শর্মার দিকে তাকিয়ে গোটা দেশ।

Yuvraj Singh comes out in strong support of Rohit Sharma । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:August 9, 2023 2:03 pm
  • Updated:August 9, 2023 2:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপ রোহিত শর্মার (Rohit Sharma) কাছে অ্যাসিড টেস্ট। নেতৃত্ব গ্রহণ করার পরে আইসিসি ট্রফিতে ভারতের কপাল ফেরাতে পারেননি হিটম্যান। ভক্তদের হতাশা বেড়ে গিয়েছে।
বিরাট কোহলির হাত থেকে নেতৃত্বের আর্মব্যান্ড উঠেছিল রোহিত শর্মার হাতে। ক্যাপ্টেন হিসেবে পাঁচবার আইপিএল খেতাব জিতেছেন রোহিত। নেতৃত্ব বদলালেও ভাগ্য বদলায়নি একটুও। ফলে সমালোচনার মুখে ভারত অধিনায়ক। এই অবস্থায় রোহিতের পাশে এসে দাঁড়ালেন যুবরাজ সিং (Yuvraj Singh)। একটি ইউটিউব চ্যানেলে যুবিকে বলতে শোনা গিয়েছে, মহেন্দ্র সিং ধোনির দল শক্তিশালী ছিল। অভিজ্ঞ খেলোয়াড় ছিল দলে। 

 [আরও পড়ুন: Mohun Bagan: এএফসি কাপের প্রাথমিক পর্বে সবুজ-মেরুনের প্রথম প্রতিপক্ষ মাচিন্দ্রা এফসি]

২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় বলেন, ”রোহিত অত্যন্ত ভাল ক্যাপ্টেন। মুম্বই ইন্ডিয়ান্স দলকে দীর্ঘসময় ধরে নেতৃত্ব দিচ্ছে। চাপের মুখে শান্ত থাকে। বুদ্ধিমান অধিনায়ক। একজন বুদ্ধিমান এবং অভিজ্ঞ অধিনায়ককে ভাল টিম দেওয়া দরকার। এমএস ধোনি বেশ ভাল অধিনায়ক। তবে ও ভাল দল পেয়েছিল।”
আসন্ন বিশ্বকাপের আগে রোহিতকে পরামর্শ দিয়ে যুবরাজ বলছেন, ”দলগত প্রচেষ্টার দরকার। চাপের মুখে প্রত্যেককে নিজের সেরাটা দিতে হবে।”
মেগা টুর্নামেন্টে নামার আগে ভারতীয় শিবিরে লাল চোখ দেখাচ্ছে চোট আঘাত। প্রায় এগারো মাস বাদে চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে জশপ্রীত বুমরাহর। চোট সারিয়ে ফেরার চেষ্টায় শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল। ঘরের মাঠে বিশ্বকাপ। পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। রোহিত শর্মা নিজেও জানেন বড় পরীক্ষায় বসতে হবে। তাঁর দিকেই তাকিয়ে গোটা দেশ। 

Advertisement

 [আরও পড়ুন: এ দৃশ্য বারবার ভাল লাগে…, ১০ বছর পরও রোনাল্ডোর ‘সিউ’ সেলিব্রেশনে মুগ্ধ অনুরাগীরা]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ