Advertisement
Advertisement
Ajay Jadeja

শাহিন আফ্রিদিদের হেডস্যর হবেন? স্বয়ং জাদেজা দিলেন জবাব

কী বললেন প্রাক্তন ক্রিকেটার?

Ajay Jadeja is ready to coach Pakistan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 6, 2023 1:46 pm
  • Updated:December 6, 2023 1:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে বিশ্বক্রিকেটের ‘লিলিপুট’ বলা হতো আফগানিস্তানকে (Afghanistan)। কিন্তু এবারের বিশ্বকাপে সেই বদনাম ঘুচিয়েছেন আফগান সিংহরা। বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর হিসেবে কাজ করেছেন অজয় জাদেজা (Ajay Jadeja)। তাঁর দারুণ প্রশংসা করেছেন আফগানিস্তানের বর্তমান কোচ জোনাথন ট্রট এবং দলের ক্যাপ্টেন হাসমাতুল্লাহ শাহিদি। এহেন অজয় জাদেজা কি পাক (Pakistan) দলের কোচ হিসেবে কাজ করবেন?
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাদেজা বলেছেন, ”আই অ্যাম রেডি।” জাদেজা তৈরি। তিনি আরও বলেন, ”আমি যা শিখেছি, সেটাই আফগান ক্রিকেটারদের শেয়ার করেছি। আমার মনে হয় পাকিস্তানও একসময়ে আফগানিস্তানের মতোই ছিল। সতীর্থদের যা খুশি বলা যায়।” 

[আরও পড়ুন: কতদিন আইপিএল খেলবেন? টুর্নামেন্টে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন ম্যাক্সওয়েল]

অতীতে আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ খেলেছে আফগানিস্তান। মাত্র একটি ম্যাচ জিতেছিল তারা। এবারের বিশ্বকাপে চারটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। বিশ্বকাপে ষষ্ঠ স্থান পায় তারা। আর তার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে আফগানরা পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেণ্ডুলকর আফগান রূপকথার পিছনে কৃতিত্ব দিয়েছিলেন অজয় জাদেজাকে। শচীনকে বলতে শোনা গিয়েছিল, ”এখনও পর্যন্ত এই বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্সকে অসাধারণ বললেও অত্যুক্তি করা হবে না। ব্যাট হাতে তাদের শৃঙ্খলা, মানসিকতা এবং উইকেটের মাঝে আগ্রাসী দৌড় প্রমাণ করছে প্রচুর খেটেছে আফঘানিস্তান। এবং এটা সম্ভব হয়েছে অজয় জাদেজার প্রভাবের জন্য। শক্তিশালী বোলিং আপ নিয়ে ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে ম্যাচ জয় বলে দিচ্ছে এ এক নব্য আফগানিস্তানের উত্থান।” 

Advertisement

[আরও পড়ুন:মোদির সঙ্গে করমর্দনের পর কেন ১০ মিনিট মঞ্চে একাই দাঁড়িয়েছিলেন কামিন্স? জানালেন সতীর্থ]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ