সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামের দিনই প্রকাশ্যে এল নতুন চমক। এবারের আইপিএলে ঠিক ফুটবলের মতো চালু হতে পারে লোন-সিস্টেম। অর্থাৎ, মরশুম চলাকালীনই অন্য দল থেকে লোনে নেওয়া যাবে ক্রিকেটার। ঠিক ফুটবলের মতো। এতদিনও অবশ্য মরশুমের মাঝে ক্রিকেটার কেনা যেত। তবে, সেটা শুধু জাতীয় দলে খেলেননি (Uncapped) এমন ক্রিকেটারদের জন্য। এবার থেকে জাতীয় দলে খেলা (Capped) ক্রিকেটারদেরও মাঝ মরশুমে কেনাবেচা করা যাবে।
আইপিএল (Indian Premier League) সূত্রের খবর, এই মরশুম থেকেই নতুন লোন সিস্টেম চালু হয়ে যাবে। যাতে জাতীয় দলে খেলেছেন এমন ক্রিকেটারদেরও মরশুমের মাঝে কেনা যাবে। শর্ত হল ওই ক্রিকেটারকে আইপিএলেরই অন্য কোনও দলের হয়ে খেলতে হবে। আইপিএলে খেলছেন না, এমন কোনও ক্রিকেটারকে কেনা যাবে না। যদিও, সরকারিভাবে এ নিয়ে আইপিএলের তরফে এখনও কিছু জানানো হয়নি।
এই ধরনের একটি সুযোগ অবশ্য আগেও ছিল। গত মরশুমে ৫ দিনের একটি ট্রান্সফার ইউনডো খোলা হয়েছিল। যার ফলে ‘আনক্যাপড’ ক্রিকেটারদের অন্য দল থেকে নেওয়া যেত। সেক্ষেত্রে শর্ত ছিল, ওই ক্রিকেটার নিজের দলের হয়ে ২টির কম ম্যাচ খেলতে হবে। অর্থাৎ, যে সমস্ত ‘আনক্যাপড’ ক্রিকেটার নিজের দলের হয়ে দুইয়ের কম ম্যাচ খেলেছেন, তাঁরা দলবদল করতে পারতেন। যদিও, এই ট্রান্সফার উইনডো একেবারেই সাড়া ফেলতে পারেনি গতবছর। এবছর ক্যাপড ক্রিকেটারদেরও এইভাবে মরশুমের মাঝে দলবদল করার সুযোগ দেওয়া হচ্ছে। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে চুক্তি হলেই ক্রিকেটাররা দলবদল করতে পারবেন। সেক্ষেত্রে দুই দলের মধ্যে কত টাকায় চুক্তি হয়েছে, তা ক্রিকেটার না জানলেও চলবে। সেই চুক্তির কথা শুধু আইপিএল কর্তৃপক্ষকে জানাতে হবে।
সরকারিভাবে এই নিয়মের কথা এখনও ঘোষণা না হলেও, নিয়মটি চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর। আইপিএলের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেই নতুন নিয়ম কার্যকর করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.