Advertisement
Advertisement
IPL 2024

আইপিএল ফাইনালের সময় চেন্নাইয়ে বৃষ্টি! আবহাওয়া দপ্তরের রিপোর্টে চিন্তায় নাইটভক্তরা

শনিবার বৃষ্টির জন্য নাইটদের প্র্যাকটিস বাতিল হয়। রবিবারের রিপোর্ট বলছে, দিনভর ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাইতে। দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Weather update of Chennai before IPL final 2024

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:May 26, 2024 1:35 pm
  • Updated:May 26, 2024 2:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির জেরে বাতিল হয়ে গিয়েছিল নাইটদের অনুশীলন। এবার কি ট্রফি জয়ের স্বপ্নেও বাধ সাধবে চেন্নাইয়ের বৃষ্টি? আইপিএল ফাইনালের আগে আশঙ্কা উঁকি দিচ্ছে নাইটভক্তদের মনে। কারণ রবিবারই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাইতে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার গভীর রাতে রেমাল (Remal) ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। চেন্নাইতেও শনিবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল স্থানীয় আবহাওয়া দপ্তর। সেই আশঙ্কা সত্যি করে শনিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয় চেন্নাইতে (Chennai)। বাধ্য হয়ে অনুশীলন বাতিল করে কেকেআর। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ঘণ্টা তিনেকের জন্য প্র্যাকটিস করার পরিকল্পনা ছিল নাইটদের। কিন্তু বৃষ্টিতে ভেস্তে যায় প্র্যাকটিস।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলের কোচ হতে বিশেষ ‘শর্ত’! বিসিসিআইকে কী জানালেন গম্ভীর?]  

নাইটভক্তদের আশঙ্কা আরও বাড়াতে পারে রবিবারের আবহাওয়া পূর্বাভাস। স্থানীয় আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রেমালের সরাসরি প্রভাব পড়ার খবর নেই চেন্নাইতে। শনিবার পর্যন্ত জানা গিয়েছিল, ফাইনালের দিন ৪ শতাংশ বৃষ্টি হতে পারে। কিন্তু রবিবারের রিপোর্ট বলছে, দিনভর ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চেন্নাইতে। দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। যদিও গভীর রাতের দিকে ঝড় হতে পারে।

Advertisement

জানা গিয়েছে, ফাইনালের সময়ে মেঘাচ্ছন্ন থাকবে চেন্নাইয়ের আকাশ। উল্লেখ্য, ২০২৩ আইপিএল (IPL 2024) ফাইনালেও থাবা বসিয়েছিল বৃষ্টি। নির্ধারিত দিন তো বটেই, রিজার্ভ ডে-তেও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। রবিবার যদি বৃষ্টির কারণে কেকেআর (KKR) বনাম হায়দরাবাদ ম্যাচ ভেস্তে যায় তাহলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। সেদিনও যদি খেলা সম্ভব না হয়, তাহলে গ্রুপ পর্বের পয়েন্টে এগিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন হবে কেকেআর।

[আরও পড়ুন: ভিসা সমস্যায় আটকে বিরাট! বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে যেতে পারলেন না কোহলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ