Advertisement
Advertisement
Jasprit Bumrah

বুমরাহ বিস্ফোরণে উচ্ছ্বসিত স্ত্রী সঞ্জনা, বাবার পারফরম্যান্স টিভিতে দেখল চারমাসের শিশুপুত্রও

দেখে নিন সঞ্জনার পোস্ট।

Wife Sanjana is excited about Bumrah's explosion । Sangbad Pratidin

বুমরাহ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 4, 2024 6:40 pm
  • Updated:January 4, 2024 6:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের ছউইকেট। দ্বিতীয় ইনিংসে  জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) বিস্ফোরণ। বিধ্বংসী বুমরাহর আগুনে বোলিংয়ে  প্রোটিয়া ব্রিগেডের দ্বিতীয় ইনিংস  শেষ হয়ে যায় মাত্র ১৭৬ রানে।
প্রথম ইনিংসে যদি সিরাজ ম্যাজিক দেখান, তাহলে বুমরাহ বেছে নেন দ্বিতীয় ইনিংস। টেস্ট ক্রিকেটে নবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন বুমরাহ। বুম বুম বুমরাহ ৬টি উইকেট নিতেই  ভারতের তারকা পেসারের স্ত্রী সঞ্জনা গণেশন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বুমরাহর শিশু সন্তান বাবার খেলা দেখছে। সামনের দেওয়ালে ঝুলছে টিভি। সেখানে দেখা যাচ্ছে বুমরাহ হাত তুলে উদযাপন করছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জনা গণেশন লিখেছেন, ”ফাইভ ফর ড্যাড।”
সেঞ্চুরিয়নে হতাশাজনক পারফরম্যান্স করে প্রথম টেস্টে হার মেনেছিল ভারতীয় দল। কেপটাউনে সিরিজে সমতা ফিরিয়ে আনল টিম ইন্ডিয়া। 

[আরও পড়ুন: ‘বিমানে ওঠার সময়ে দক্ষিণ আফ্রিকা অল আউট, বাড়ি এসে দেখি…’, বিস্মিত শচীনের পোস্ট ভাইরাল]

গত বছরের ৪ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দেন সঞ্জনা। ইনস্টাগ্রামে সঞ্জনা ও বুমরাহ যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ”অবশেষে আমাদের ছোট পরিবার বড় হল। আমরা কখনও স্বপ্নে ভাবিনি যে আমাদের হৃদয় এত আনন্দে ভরে উঠবে। আজ সকালে আমাদের পুত্রসন্তানকে দু’হাত ভরে স্বাগত জানিয়েছি। আমাদের জীবনে এসেছে অঙ্গদ জশপ্রীত বুমরাহ। আমাদের জীবনের এই নতুন অধ্যায়ে অনেক কিছু নতুন ঘটবে। সেগুলো উপভোগ করার জন্য আমরা মুখিয়ে রয়েছি।” 

Advertisement

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ জিততে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে হতশ্রী ভাবে টেস্ট সিরিজ হারতে হত। কিন্তু প্রথম ইনিংসে সিরাজ এবং দ্বিতীয় ইনিংসে বুমরাহর মারাত্মক স্পেল দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 

[আরও পড়ুন: রিঙ্গা রিঙ্গা রোজেস, খেলার মাঠে গিল-কোহলির ছেলেখেলা! ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ