Advertisement
Advertisement

Breaking News

Anasuya Sengupta

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বাংলার অনসূয়া

‘দ্য শেমলেস’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্যই এই সম্মান পেলেন অনসূয়া।

Anasuya Sengupta wins best actress award for shameless in cannes film festival
Published by: Akash Misra
  • Posted:May 25, 2024 10:32 am
  • Updated:May 25, 2024 1:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে এবার বাংলার জয়জয়কার। ঘরের মেয়ের হাত ধরে বাংলা পেল আন্তর্জাতিক মঞ্চে পেল সেরার পুরস্কার। জনপ্রিয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার কন্যা অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্যই এই সম্মান পেলেন অনসূয়া। অনসূয়াই প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন।

একেবারেই কলকাতার মেয়ে অনসূয়া। এই শহরেই তাঁর পড়াশুনো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সে অনসূয়ার বাড়ি। সোশাল মিডিয়ায় কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পুরস্কার পাওয়ার মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anasuya Sengupta (@cup_o_t)

Advertisement

[আরও পড়ুন: প্রভাত রায়ের নতুন শুরু! মেয়ে একতার সঙ্গে মিলে প্রযোজনা সংস্থা খুলছেন পরিচালক?]

পুরস্কার পেয়ে অনসূয়া সেটি উৎসর্গ করেন সেই তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়কে ‘যাঁরা বীরত্বের সঙ্গে এমন এক লড়াই লড়ে চলেছেন যা লড়ার কোনও প্রয়োজন ছিল না।’

মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। তবে এবার সেরা অভিনেত্রী হিসেবে কানের ‘Un Certain Regard’ বিভাগের পুরস্কার পেলেন বাংলার মেয়ে। অনসূয়া অভিনয় করেছিলেন অঞ্জন দত্তর ”ম্যাডলি বাঙালি” ছবিতে।  কাজ করেছেন সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘রে’ সিরিজে। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের ছবি ‘দ্য শেমলেস’-এ অভিনয় করেন অনসূয়া, যেখানে অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো নামকরা অভিনেত্রীও। এই দ্য শেমলেস ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। তিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান। নেটফ্লিক্সের ২০২১ সালের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র প্রোডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন অনসূয়া। এদিন তাঁর সঙ্গে জুরি পুরস্কার পেয়েছেন বরিস লজকিনের ‘দ্য স্টোরি অব সুলেমান’।

[আরও পড়ুন: নায়িকা স্বস্তিকা এবার গায়িকা! কোন ছবিতে গান গাইবেন?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ