BREAKING NEWS

২ আশ্বিন  ১৪২৭  রবিবার ২০ সেপ্টেম্বর ২০২০ 

Advertisement

বড়দিন মাতাতে এবার আসরে ‘টপলেস’ পুনম

Published by: Sangbad Pratidin Digital |    Posted: December 24, 2017 1:09 pm|    Updated: September 18, 2019 2:40 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-র বড়দিন একাই মাতিয়ে দিয়েছিলেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। জিঙ্গল বেলস এর বদলে ‘জিঙ্গল বুবস’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সে ভিডিও ঝড় তুলেছিল নেটদুনিয়ায়। চলতি বছরে বড়দিনের উদযাপন শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার আগেই উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন পুনম। এবারও যে ভিডিও আসছে সে আভাস দিয়ে রেখেছেন। তবে আপতত টপলেস হয়েই ক্রিসমাসের উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন তিনি।

DRlSAiNVQAAht7a

জয়পুরের পর আগ্রা, ‘টাইগার জিন্দা হ্যায়’ বন্ধের দাবিতে প্রেক্ষাগৃহে ভাঙচুর ]

বিতর্ক পুনমের পিছু ছাড়ে না। কিংবা উলটোটাও বলা যায়। নিজেই বিতর্কে টেনে আনেন তাঁর দিকে। এটা যেন পুনমের কমফোর্ট জোন। এখানে দাঁড়িয়েই ছক্কা হাঁকাতে ভালবাসেন তিনি। ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শোনামাত্র নেটদুনিয়ায় তুমুল শোরগোল পড়ে যায়। ভারত বিশ্বকাপ জেতেও। যদিও পুনম নগ্ন হননি। শেষমেশ জানিয়েছিলেন, বিসিসিআই তাঁকে এরকম কোনও কাজ করতে মানা করেছিল।

অবশ্য কলকাতা নাইট রাইডার্স যখন ট্রফি জিতল, তখন নগ্ন হওয়া থেকে তাঁকে আটকানো যায়নি। সিনেমা নিয়েও বেশ বিতর্কে জড়িয়েছেন। ‘নাশা’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল এক স্কুল শিক্ষিকার চরিত্রে। যিনি শেষমেশ তাঁর ছাত্রের সঙ্গেই যৌন সঙ্গমে লিপ্ত হন। এ তো গেল ছবির বিষয়। ছবির পোস্টার নিয়েও যথেষ্ট বিতর্ক হয়। তবে এসব উপভোগই করেন পুনম। এবং নেটদুনিয়ায় তিনি নিজেও মাঝে মধ্যে বিতর্ক উসকে দেন। যার মধ্যে অন্যতম ছিল ওই ‘জিঙ্গল বুবস’ ভিডিও।

আপত্তিকর মন্তব্যের জের, সলমন-শিল্পার বিরুদ্ধে দায়ের এফআইআর ]

২০১৬-য় ভিডিওটি মুক্তি পাওয়ার পরই তা নিয়ে তুমুল আগ্রহ ছিল। চলতি বছরেও এ আগ্রহ খুঁচিয়ে দেন পুনম নিজেই। জানান, ‘পুরনো ভিডিওর কথা মনে আছে? এবারও কি এরকম একটা ভিডিও হবে?’ পুনম জল্পনা বাড়িয়ে দিতেই নেটদুনিয়ায় তাঁর ফ্যানরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। নতুন ভিডিওর আব্দার জানাতে থাকেন।

সুতরাং ভিডিও যে আসছে তা প্রায় নিশ্চিত। তবে তার আগে থেকেই ফ্যানদের হতাশ করছেন না মডেল অভিনেত্রী। ভিডিও কেমন হতে চলেছে তার একটা আভাস দেন ফটোশুটে। টপলেস হয়েই আপাতত পারদ চড়াচ্ছেন পুনম। বুঝিয়ে দিচ্ছেন, এবার বড়দিনের আসরও মাতাবেন তিনিই।

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement