Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘বিরোধীরা আমার শত্রু নয়’, হঠাৎই সব দলকে সঙ্গে নিয়ে চলার বার্তা মোদির

মোদিকে বলতে শোনা যায়, ''আমি কাউকে চ্যালেঞ্জ করতে চাই না। বরং সকলকে সঙ্গে করেই চলতে চাই। কাউকে হেয় করতে চাই না। ৬০-৭০ বছর ধরে তো ওরা সরকার চালিয়েছে। ওদের কাছ থেকে ভালোগুলো শিখতে চাই।

'Don't consider opposition my enemy', says PM Modi
Published by: Biswadip Dey
  • Posted:May 24, 2024 9:22 pm
  • Updated:May 24, 2024 9:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রায় শেষ প্রহরে পৌঁছে গিয়েছে দেশ। আর সপ্তাহখানেকের মধ্যেই শেষ হবে ভোটাভুটি। এবারের নির্বাচনে বিজেপি তথা এনডিএ কিংবা ইন্ডিয়া জোট, পরস্পরকে তীব্র আক্রমণ শানিয়েছে দুই পক্ষই। কিন্তু ষষ্ঠ দফার ভোটপর্বের প্রাক্কালে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন খোদ প্রধানমন্ত্রী মোদি। জানিয়ে দিলেন, বিরোধীদের সঙ্গে নিয়েই তিনি চলতে চান। এমনকী, তাদের ‘ভালো’গুলিও গ্রহণ করতে তাঁর আপত্তি নেই। তাঁর কথায়, ”বিরোধীদের আমি শত্রু মনে করি না।”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোদিকে বলতে শোনা যায়, ”আমি কাউকে চ্যালেঞ্জ করতে চাই না। বরং সকলকে সঙ্গে করেই চলতে চাই। কাউকে হেয় করতে চাই না। ৬০-৭০ বছর ধরে তো ওরা সরকার চালিয়েছে। ওদের কাছ থেকে ভালোগুলো শিখতে চাই। বিরোধীদের শত্রু বলে কখনওই ভাবি না।” গঠনমূলক সমালোচনা ও পরামর্শে তাঁর আপত্তি নেই বলেও জানান মোদি। সেই সঙ্গেও তাঁর মন্তব্য, ”আমি ‘পুরনো মানসিকতা’ থেকে বেরিয়ে আসতে চাই। অষ্টাদশ শতাব্দীর আইন কিংবা ঐতিহ্যের সাহায্যে একবিংশ শতাব্দীর ভারতের ভবিষ্যৎ তৈরি করতে ইচ্ছুক নই।”

Advertisement

[আরও পড়ুন: ‘পিকে বিজেপিরই লোক, শাহের নির্দেশে পদ পান নীতীশের দলে’, বিস্ফোরক তেজস্বী]

দিন কয়েক আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী (PM Modi) দাবি করেন, “আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।” যা শুনে ওয়াকিবহাল মহল মনে করছে, প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন, ২০৪৭ পর্যন্ত ‘ঈশ্বরের ইচ্ছায়’ তিনিই প্রধানমন্ত্রী থাকবেন। এর পরই বিরোধীদের ‘শত্রু’ না ভেবেই পথ চলার প্রতিশ্রুতি দিলেন মোদি।

Advertisement

[আরও পড়ুন: মানহানি মামলায় দোষী সাব্যস্ত মেধা পাটেকর, কী অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ