Advertisement
Advertisement

Breaking News

Janhvi kapoor

শিখরকে সন্দেহ করেন জাহ্নবী! বিয়ের আগেই প্রেমিক হাতছাড়া হওয়ার ভয়?

শ্রীদেবীকন্যা জাহ্নবী এখন ব্যস্ত রয়েছেন 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবির প্রচারে।

Janhvi kapoor on relationship with shikhar pahariya
Published by: Akash Misra
  • Posted:May 24, 2024 7:26 pm
  • Updated:May 24, 2024 11:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! প্রেমিক শিখরকে নিয়ে এত পজেসিভ জাহ্নবী কাপুর? সারাক্ষণ নাকি শ্রীদেবী কন্যা নজর রাখেন শিখরের দিকে। শুধু তাই নয়, সুযোগ পেলে শিখরের ফোনও ঘেঁটে ফেলেন। নাহ, বলিপাড়ার কোনও গুঞ্জন নয়। বরং, খোদ জাহ্নবী ফাঁস করলেন তাঁর কাণ্ড।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শ্রীদেবীকন্যা জাহ্নবী এখন ব্যস্ত রয়েছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির প্রচারে ব্যস্ত। রাজকুমার রাওয়ের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন জাহ্নবী। এই ছবিরই প্রচারে তিনি জানালেন, ‘‘আমি আমার প্রেমিকের ফোনে নিয়মিত নজর রাখি। কার সঙ্গে কথা বলছে, কী করছে, সব। জানি এগুলি করা ঠিক নয়, তবু আমি করি।’’ তবে শিখর যদি তাঁর ফোন দেখতে চায়, তাহলে ঘোর আপত্তি শ্রীদেবীকন্যার।

Advertisement

‘কফি উইথ করণ’-এ জাহ্নবী জানান, তাঁর ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর, বোন খুশির পাশাপাশি ‘শিখু’র নম্বর রয়েছে। বিপদে-আপদে, যে কোনও সময়ে শিখর পাহাড়িয়াকে পাশে পান তিনি। সেদিনের পর্বজুড়ে শ্রীদেবীকন্যার মুখে শোনা যায় শিখর পাহাড়ির কথা। তাহলে কি বিয়ে করার আগে শিখর হাতছাড়া হওয়ার আতঙ্কে ভুগছেন জাহ্নবী?

Advertisement

[আরও পড়ুন: অসুস্থ শাহরুখের যত্ন নিচ্ছেন অমিতাভের নাতি, সুহানা-অগস্ত্যর প্রেমে সিলমোহর!]

প্রসঙ্গত, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে। তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। তাঁরা নিজেরা কখনও সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এবার বাবা বনি কাপুরই সেই জল্পনায় সিলমোহর দেন। বলিপাড়ার প্রবীণ প্রযোজক বলেন, “শিখরকে আমি ভালোবাসি। বছর খানেক আগেও যখন শিখরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না, তখনও ও আমার ভালো বন্ধু ছিল। আমি জানি ও কখনও জাহ্নবীকে ছেড়ে যাবে না। অর্জুন হোক বা জাহ্নবী, সকলের সঙ্গে যোগাযোগ রাখে শিখর। মিলেমিশে থাকে। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাকে আমি আশীর্বাদ বলে মনে করি।”

[আরও পড়ুন: প্রেগনেন্সি ‘বিতর্কে’ নিন্দুকদের কাঁচকলা দেখালেন দীপিকা! মোক্ষম জবাব হবু মায়ের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ