Advertisement
Advertisement

Breaking News

Jeetu Kamal

জুটি বাঁধছেন জীতু-তনুশ্রী, পরিচালক কে?

টলিপাড়ায় নতুন জুটির আত্মপ্রকাশ।

Jeetu Kamal, Tanushree Chakraborty to pair up for new venture
Published by: Sandipta Bhanja
  • Posted:May 24, 2024 5:07 pm
  • Updated:May 24, 2024 5:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনে যাই হোক, জীতু কামালের (Jeetu Kamal) ঝুলিতে কিন্তু বেশ কয়েকটা কাজ রয়েছে। জুলাইতে মুক্তি পাচ্ছে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এদিকে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন ‘বাবুসোনা’ সিনেমা। সেটাও মুক্তির অপেক্ষায়। এদিকে ‘অরণ্যের দিনরাত্রি’র রিমেকেও রয়েছেন জীতু। এবার শোনা যাচ্ছে, নতুন একটি সিনেমার জন্য তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জীতু কামাল।

বেশ কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে এমন গুঞ্জন। পরিচালক হিসেবে শোনা যাচ্ছে, ‘শিবপুর’ খ‌্যাত অরিন্দম ভট্টাচার্যের নাম। যদিও সংবাদ প্রতিদিন-এর তরফে জীতু এবং তনুশ্রী দুজনকেই যোগাযোগ করা হলে মন্তব্য করতে চাননি তাঁরা কেউই। ‘অপরাজিত’ দিয়েই বড়পর্দায় মুখ্য চরিত্রে আত্মপ্রকাশ করেছেন জীতু। সেই সিনেমায় তাঁর অভিনয় সিনেসমালোচক থেকে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল অনীক দত্তর ‘অপরাজিত’।

Advertisement

[আরও পড়ুন: ‘বুমেরাং’ ট্রেলার লঞ্চের পর কেঁদে ফেললেন জিৎ! রুক্মিণীর নেড়া অবতারে ‘ইম্প্রেসড’ দেব]

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে জীতু অভিনীত ‘অরণ‌্য’র প্রাচীন প্রবাদ’ ছবিটি। দুলাল দে পরিচালিত এই ছবিতে গোয়েন্দা চরিত্রে দেখা দেবেন তিনি জুলাই মাসে। ইতিমধ্যে ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে, জীতুকে গোয়েন্দারূপে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। অন‌্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তনুশ্রী অভিনীত ‘ডিপ ফ্রিজ’। অর্জুন দত্তর এই ছবিতে তনুশ্রীর সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ‌্যায়। ইতিমধ্যে ছবিটি ফেস্টিভ‌্যালে প্রশংসিত। এখন দেখার তনুশ্রী আর জীতুর ছবির শুটিং কবে শুরু হয়? টলিপর্দায় নতুন জুটিদের দেখতে বরাবর আগ্রহ থাকে দর্শকদের। জুটি হিসেবে জীতু-তনুশ্রী কতটা দর্শকদের মন কাড়তে পারেন? সেই উ্ততর ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে।

Advertisement

[আরও পড়ুন: দীপাবলিতেই গৃহপ্রবেশ, স্বপ্নের ‘কাপুর ম্যানশনে’র কাজ দেখতে নিত্যদিন ছুটছেন রণবীর-আলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ